২০২১ সালে ৪ জানুয়ারি স্টার জলসার পর্দার হাত ধরে এসেছিল জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘দেশের মাটি’। একঝাঁক দক্ষ শিল্পীদের নিয়েই গল্প বেঁধেছিল নির্মাতারা। ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী শ্রুতি দাস। নোয়া আর কিয়ানের জুটি দর্শকমহলে ভালোই সাড়া ফেলেছিল।
দর্শকদের মনে পরিবারের সঙ্গে একত্রিত হয়ে থাকার শক্তি ও গুরুত্ব গেঁথে দেওয়া ছিল সিরিয়ালের মূল উদ্দেশ্যে। দর্শকের মনে জায়গা দখল করতে সময় লেগেছিল মাত্র কয়েক সপ্তাহ।
পরবর্তীকালে নায়ক-নায়িকা নোয়া, কিয়ানকে ছাপিয়ে গিয়েছিল রাজা-মাম্পি’র জুটি। এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রুকমা রায় এবং অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ডোডো আর উজ্জয়ীনির জুটি ভালো প্রশংসা পায় পর্দায়।
প্রথম দশের মধ্যেই ভাল স্কোর করত এই সিরিয়াল। তবে কয়েক সপ্তাহে স্কোর খারাপ করায় এক বছর হওয়ার আগেই এই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যে এই মেগা বন্ধ হয়ে যাওয়ায় মন ভেঙেছিল দর্শকদের।
দেখতে দেখতে ৪ বছর পূরণ হল ‘দেশের মাটি’র। ৪ বছর বর্ষপূর্তিতে ফের ‘দেশের মাটি’র স্মৃতিতে ভাসলেন নেটিজেন। এই সিরিয়াল আজও মিস করেন দর্শকেরা, এমনটাই জানাচ্ছেন তারা।