বাংলা টেলিভিশনে অনেক ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা তাদের অভিনয় দক্ষতার দিয়ে পৌঁছে যাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে। ঠিক তেমনি বাংলা টেলিভিশনের বর্তমানে ৪ জনপ্রিয় চেনা মুখ একাধিক বার সুযোগ পেয়েছে বলিউডে। কারা এই ৪ জন ? দেখে নিন-
১. ঋতাভরী চক্রবর্তী
খুব অল্প সময়ের মধ্যে ক্যারিয়ার সাফল্য যারা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম ঋতাভরী চক্রবর্তী। টলিউডে হট নায়িকাদের মধ্যে একজন ঋতাভরী। ছোট পর্দায় ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে অভিনয় শুরু। প্রথম ধারাবাহিকই সুপার হিট। তার অভিনয় প্রচুর প্রশংসিত হয়েছে।
তারপরই টলি পাড়ায় একজন খ্যাতনামা অভিনেত্রী হয়ে ওঠেন। তার মাঝেই ডাক আসে বলিউড ইন্ডাস্ট্রি থেকে। অভিনেত্রী সেই ডাকে সাড়া দিয়েছেন।
২০১৮ তে বলিউডে পাড়ি দেন এবং তাকে দেখা যায় অনুষ্কা শর্মা ‘পরী’ সিনেমায়। পরী সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। ধীরে ধীরে বলিউডেও জায়গা করে নেন খুব অল্প সময়ের মধ্যে। আয়ুষ্মান খুরানার সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। এক কথায় বলতে গেলে টলি হোক বা বলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর জনপ্রিয়তা এখন তুঙ্গে।
২. মনামী ঘোষ
বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মনামী ঘোষ। তার নাচ, অভিনয় এবং স্টাইল হার মানাবে হিন্দি সিরিয়ালের অভিনেত্রীদেরও। দীর্ঘদিন ধরে এই টলিউডে রয়েছেন তিনি। কখনো ধারাবাহিক, কখনো নাচ, কখনও সিনেমা আবার কখনও বা বিচারক হিসাবে দেখা মেলে।
অভিনেত্রী কিন্তু টলিউডেই সুযোগ পায়নি। তার অভিনয় সুযোগ পেয়ছে বলিউডেও। ক্যারিয়ারের প্রথম ধাপে তার অভিনয় জন্য ডাক এসেছিল মুম্বাই থেকে। তবে অভিনেত্রী সেই ডাকে সাড়া দেননি।
৩. দিতিপ্রিয়া রায়
বয়সে ছোট হলেও অভিনয়ে বড়। তার অভিনয় হার মানাবে বড় বড় অভিনেত্রীদেরও। বাংলা টেলিভিশনের দর্শক দিতিপ্রিয়া রায়ের অভিনয় দেখছেন তার শৈশব থেকে। বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম অভিনেত্রী রয়েছেন যে ছোট বয়স থেকেই ছোট পর্দা এবং বড় পর্দায় কাজ করেছেন। তাই অভিনয়ের দিক থেকে তাকে নাম্বার 1 এর তকমা দেওয়াই যায়।
সেই ছোট দিতিপ্রিয়ার পথ চলা শুরু হয়েছিল স্টার জলসার দুর্গা সিরিয়ালের হাত ধরে। তারপর অপরাজিতা , বামাখ্যাপা, তোমায় আমায় মিলে, তারে অমি চোখে দেখিনীর মতো সিরিয়ালে এই ছোট খুদের প্রতিভা সত্যিই তাক লাগিয়ে দিত দর্শকদের।
সেই ছোট বয়সেই বড় পর্দায় তাবড় তাবড় অভিনেত্রীদের সাথে রাজকাহিনী ছবিতে কাজ করে প্রশংসা অর্জন করেছিলেন। এখন সেই ছোট দিতিপ্রিয়া কলেজে পাড়ি দিয়েছে। এখন সবাই তাকে চেনে ‘করুনাময়ী রানী রাসমণি’ রানীমা হিসাবে। দিতিপ্রিয়া রায়ের অভিনয় ছাড়া সত্যি এতবড় জনপ্রিয় ধারাবাহিক সম্ভব হত না।
শুধু বাংলা ইন্ডাস্ট্রি না এবার দিতিপ্রিয়া রায় পা দিচ্ছেন বলিউডে। এমন মুগ্ধ যার অভিনয়, তার বলিউড থেকে ডাক আসা তো স্বাভাবিক। তাই এবার বাংলা দর্শক দিতিপ্রিয়া রায়কে দেখবেন হিন্দি চলচ্চিত্রে। সুজয় ঘোষ ও গৌরী খান পরিচালিত ‘বব বিশ্বাসে’ অভিনয় করবেন দিতিপ্রিয়া। তাও আবার অভিষেক বচ্চনের মেয়ের বান্ধবীর চরিত্রে। বাঙালির কাছে অভিনেত্রী দিতিপ্রিয়া সত্যিই গর্বের।
৪. সন্দীপ্তা সেন
বাংলা ইন্ডাস্ট্রির আরও এক চেনা মুখ সন্দীপ্তা সেন। তার অভিনয় প্রতিভা তাকে বাংলা টেলিভিশনে পাকাপাকি জায়গা করে দিয়ছে। দর্শকের খুব কাছের একজন অভিনেত্রী সন্দীপ্তা সেন। তার অভিনীত ধারাবাহিকগুলি ভালো জনপ্রিয়তা লাভ করেছে। যদিও এখন ছোট পর্দা থেকে একটু বিরত আছেন অভিনেত্রী।
অভিনেত্রী সন্দীপ্তা সেনের অভিনয় যেমন বাংলা ইন্ডাস্ট্রি দর্শকের খুব প্রিয়, তেমনি বলিউড ইন্ডাস্ট্রির কাছেও। তাইতো তো একাধিক বার অফার এসেছে একতা কাপুরের কাছ থেকে। হিন্দি ধারাবাহিকের জন্য একটা সময় তাকে নিয়মিত প্রচুর অফার দেওয়া হয়। তবে যদিও নিজের সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করার জন্য একতা কাপুরের সমস্ত অফার ফিরিয়ে দেন অভিনেত্রী।