৩১ বছর পরে আবার ভাইবোনের চরিত্রে ভিক্টর-অনুসূয়া

ভিক্টর-অনুসূয়া
ছবিঃ abplive

রাখী পূর্ণিমার দিনে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর দর্শকদের জন্য বড় উপহার দিলেন। পরিচালিত ছবি ‘রক্তবীজ’-এ ভাই-বোনের চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) ও অনুসূয়া মজুমদার (Anushua Majumdar)-কে।

১৯৯২ সালের পর আবার ভাই-বোন হয়ে পর্দায় ফিরছেন ভিক্টর-অনুসূয়া। ৩১ বছর আগে মৃণাল সেনের ‘মহাপৃথিবী’ ছবিতে ভাই-বোনের চরিত্রে দেখা গিয়েছিল এই জুটিকে। এত বছর পর আবার একসঙ্গে পর্দায়, সেই অভিজ্ঞতা এবিপি লাইভকে (ABP Live) ভাগ করে নিলেন অনুসূয়া মজুমদার।

এই সংবাদমাধ্যমে বর্ষীয়ান অভিনেত্রী জানান, ‘আমার কেরিয়ারের প্রথম ছবি মৃণাল সেনের (Mrinal Sen)-এর ‘মহাপৃথিবী’ (Moha Prithibi)। ১৯৯২ সালে। ওই ছবিতে ভিক্টরদার সঙ্গে আমার দুর্দান্ত কিছু দৃশ্য ছিল। ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছিলাম আমরা। এত বছর পরে, আবার ওঁর সঙ্গে কাজের সুযোগ, তাও আবার সেই ভাইবোনের চরিত্রেই, এটা ভীষণ ভাল লাগছে। আলাদা করে কোনও ঘটনা মনে পড়ে না, তবে এতদিন পরে যে ওঁর সঙ্গে কাজ করতে পেরেছি, সময় কাটাতে পেরেছি, গোটাটাই স্মরণীয় হয়ে থাকবে।’

পুরো ছবি জুড়ে থ্রিলার। মুক্তি পেয়েছে ছবি টিজার। টিজার জুড়ে রইলেন যেন কেবল ভিক্টর বন্দ্যোপাধ্যায়ই। পুজোর আমেজ, মা-দুর্গার মুখ, রাষ্ট্রপতি ভবনের ঝলক, আকশন দৃশ্য ভিক্টরের গলায় শোনা গেল পাপ-পূণ্যের কথা যেন ছবির আমেজটাই বদলে দিয়েছে।

Source: abplive . com

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here