৩০০ পর্ব পার, কেক কেটে ডবল সেলিব্রেশনে মাতলেন ‘কোন গোপনে মন ভেসেছে’

কোন গোপনে মন ভেসেছে

ডবল সেলিব্রেশনে মাতল ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের গোটা টিম। একদিকে ৩০০ পর্বে পা রাখল এই মেগা। অন্যদিকে চলতি সপ্তাহে টপ ২-এ শ্যামলী আর অনিকেত যা গোটা টিমের জন্য বড় পাওনা।

প্রথমদিন থেকে দর্শকমহলে ভালো জনপ্রিয়তা লাভ করেছে এই ধারাবাহিক। দেখতে দেখতে ৩০০ পর্বে পা রাখল। যা ধারাবাহিকের কলাকুশলীদের জন্য আনন্দের মুহূর্ত।

শুটিং সেটে জমজমাট ভাবে পালন হল ৩০০ পর্বের যাত্রা। কেক কেটে গোটা টিম হাসি মুখে সেলিব্রেশনে মাতল। এদিন অনিকেত নিজের হাতে শ্যামলীকে কেক খাইয়ে দেয়।