30 টি দেবাদিদেব মহাদেব সম্পর্কিত উক্তি

দেবাদিদেব মহাদেব সম্পর্কিত উক্তি ও বাণী

পরনে বাঘছাল, মাথায় জটা, সারা গায়ে মাখা ছাই মাখা এবং জগতের সকল অশুভ শক্তিকে ধ্বংসকারী- তিনিই হলেন আদিযোগী শিব দেবাদিদেব মহাদেব। মহাবিশ্বে তিনিই শক্তির আধার অথচ তিনি ভক্তের ভক্তিতে অতি অল্পেই সন্তুষ্ট হন। তাকে সন্তুষ্ট করতে কোন আড়ম্বরের প্রয়োজন হয় না, তার জন্য মনের বিশ্বাস, তার প্রতি বিশুদ্ধ ভক্তি থাকাই যথেষ্ট। আজকের আলোচনায় রইল বিশেষ কয়েকটি মহাদেব সম্পর্কিত উক্তি , যা সকলের মনে ভক্তি জাগাবে।

এই জগত সংসারে আমরা প্রত্যেকেই কোনও না-কোনও বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির দ্বারা আসক্ত হয়ে নিজেকে মোহজালে জড়িয়ে ফেলি। আর এই আসক্তি কিংবা মোহই আমাদের দুঃখ ও অসাফল্যের কারণ। তাই মোহ ত্যাগ করে স্বয়ং মহাদেবের প্রতি আস্থা রেখে নিষ্কাম কর্ম করে গেলেই আনন্দ ও সাফল্য দুই লাভ করা সম্ভব।

কেননা মহাদেবের কৃপায় মানুষের জীবনে ভাগ্যের চাকা ঘুরতে বেশি সময় লাগে না। মহাদেব সম্পর্কিত উক্তি গুলি শিব ধ্যান, আত্মসংযম ও মৌনতা পালনের মধ্যে দিয়ে মনের শান্তি ও আত্মোপবলব্ধির পথ দেখাবে।

Read more: ভগবান শ্রীকৃষ্ণের বাণী নিয়ে উক্তি ও উপদেশ

মহাদেব সম্পর্কিত উক্তি:

তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি জগতের পালনকর্তা, তাই সকলে বলুন সত্যম শিবম সুন্দরম।

অস্তিত্বের ভিত্তি সীমাহীন শূন্যতাকেই আমরা শিব বলে থাকি। – সদগুরু

মহাদেবের ভক্তিতে বিশাল আয়োজনের দরকার নেই তবে অবশ্যই মনের সরলতার প্রয়োজন। হর হর মহাদেব।

মহাদেবের ভক্তিতে বিশাল আয়োজনের দরকার নেই তবে অবশ্যই মনের সরলতার প্রয়োজন। হর হর মহাদেব।

তুমিই শঙ্কর, তুমিই নীলকন্ঠ, তুমিই অর্ধনারীশ্বর, তুমিই সকলের ভোলেনাথ। জয় শিব শঙ্কর।

Read more: রইল মহাভারতের বিশেষ উক্তি ও শ্রী কৃষ্ণের শাশ্বত বাণী

কালভৈরব হল সময়ের রূপে শিবের এক অনন্য প্রকাশ। – সদগুরু

অস্তিত্বের সবচেয়ে বড় শক্তি হল শিব, আর এই মহাশক্তির উজ্জ্বল জ্যোতিতে সকলের জীবন হয়ে উঠুক উজ্জ্বলময়।

ভোলেনাথের দরবারে যেই আসুক, সে কখনও খালি হাতে ফিরে যায় না।

মহাদেবের দরবারে পৃথিবী বদলে যায়, করুণার কারণে হাতের রেখা বদলে যায়, যে মন থেকে মহাদেবের নাম নেয়, মুহূর্তের মধ্যে তার ভাগ্য বদলে যায়।

মহাদেবের দরবারে পৃথিবী বদলে যায়, করুণার কারণে হাতের রেখা বদলে যায়, যে মন থেকে মহাদেবের নাম নেয়, মুহূর্তের মধ্যে তার ভাগ্য বদলে যায়।

শিবের মহিমা অপার, তিনিই বিশ্বব্রহ্মাণ্ডের সংহারকর্তা।

শিব সত্য, শিব শক্তি, শিবই পরম ব্রহ্ম।

তুমি শূন্যের চেয়ে সূক্ষ্ম, আকাশের চেয়েও অসীম, তুমি সমগ্র সৃষ্টির সার, তুমিই আদি, তুমি অসীম। জয় শিব শঙ্কর।

Read more:  ভগবত গীতার নির্বাচিত কিছু বাণী

দেবাদিদেব মহাদেব সম্পর্কিত বাণী:

শিবের প্রতি নিষ্পাপ ভক্তি মনেকে পবিত্রতা, সুখ ও শান্তি দেয়।

দেবত্বের বীজ সবার মধ্যেই থাকে। ওম নমঃ শিবায় মন্ত্রের জপ হল সেই দেবত্বকে ফুটিয়ে তোলার শিল্প।

শিব মন্ত্র সেই মন্ত্র, যা জপ করলে প্রতিটি অসম্ভবকেও সম্ভাবনায় রূপান্তর করা সম্ভব।

শিব মন্ত্র সেই মন্ত্র, যা জপ করলে প্রতিটি অসম্ভবকেও সম্ভাবনায় রূপান্তর করা সম্ভব।

মহাদেব ও মা পার্বতীর মিলন উৎসবকে কেন্দ্র করেই পালিত হয় মহা শিবরাত্রি। আর এই বিশেষ দিনেই মহাদেবের কাছে ভক্তরা তাদের মনবাঞ্ছা জানাতে আসেন।

দেব- দেবতা অনেক তবে মহাদেব একজনই। তিনিই দেবাদিদেব মহাদেব। হর হর মহাদেব।

Read more: আধ্যাত্মিক উক্তি যা সকলকে অনুপ্রেরণা দেবে

যে স্বয়ং ভোলেনাথের সঙ্গ পায় সে এই পৃথিবীতে অজেয় হয়।

সমস্ত আসক্তি ত্যাগ করে মহাদেবের ধ্যানে মগ্ন হও। শিবের মহিমা অসীম, যে বোঝে সে প্রকৃত যোগী।

জগত সংসার যিনি সৃষ্টি করেছেন, তিনিই এই জগতের রক্ষাকর্তা। কেউ মন থেকে মহেশ্বরের নাম নিলে সেই ভক্ত অবশ্যই তার আশীর্বাদ পাবে।

জগত সংসার যিনি সৃষ্টি করেছেন, তিনিই এই জগতের রক্ষাকর্তা। কেউ মন থেকে মহেশ্বরের নাম নিলে সেই ভক্ত অবশ্যই তার আশীর্বাদ পাবে।

শিব হলেন ধ্বংসকর্তা এবং যিনি পরিবর্তন নিয়ে আসেন। নতুন কিছুর সঙ্গে মানিয়ে ও পরিবর্তনকে মেনে নেওয়ার শিক্ষা দেন মহাদেব।

যে মায়াকে ভালোবাসে সে বিক্ষিপ্ত হয়, আর যে মহাদেবকে ভালোবাসে সে উন্নত হয়।

যিনি সময়ের কৌশলী, যিনি তার ভক্তদের ঢাল, যিনি মুহূর্তের মধ্যে পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারেন, তিনি হলেন মহাকাল।

Read more:  মনের শান্তি নিয়ে উক্তি 

মহাদেব সম্পর্কে কিছু কথা:

এই সৃষ্টিতে নিজের আপন বলতে আর কেউ থাকুক না থাকুক, অন্তরে কেবল মহাদেবই থাকবে।

বলা হয় হাতের রেখা অসম্পূর্ণ থাকলে নাকি ভাগ্য ভালো থাকে না, কিন্তু আমার বিশ্বাস মহাদেবের হাত মাথায় থাকলে হাতের রেখার প্রয়োজন নেই।

টাকা থাকলে খারাপ সময়ে তা অবশ্যই কাজে আসবে, তবে মহাদেবের প্রতি ভরসা রাখলে জীবনে খারাপ সময় কখনও আসবে না।

মহাদেব সম্পর্কিত উক্তি

কেউ যদি হৃদয় থেকে ভোলে বাবার নাম স্মরন করে, তবে সে অবশ্যই তার আশীর্বাদ পাবে।

মহাদেব আমার জীবনের একমাত্র নিঃশ্বাস, তাই আমার ভোলে বাবার প্রতি আমার অটুট বিশ্বাস…

আমি কারো হৃদয়ে বিশেষ হতে চাই না, আমার একটাই ইচ্ছা তা হল মহাদেবের দাস হওয়া।

Read more:  40 টি সেরা সৌভাগ্য নিয়ে উক্তি 

মহাশিব রাত্রির দিনে সকল শিবভক্তরা একত্রিত হয়ে আনদে মেতে ওঠে।

ভাগ্যে কি লেখা আছে কে জানে, কিন্তু যে মহাদেবকে বিশ্বাস করে তার ভাগ্য অবশ্যই বদলে যায়।

 মহাদেব সম্পর্কিত উক্তি

সকল বিপদের রক্ষাকর্তা হলেন স্বয়ং মহাদেব। তার আশীর্বাদ যেন সকল ভক্তদের উপর থাকে।

কোন কাজে ব্যর্থ হলে হাল ছেড়ো না, মহাদেবের উপর ভরসা রাখো, সফল তুমি হবেই।

ওম নমঃ শিবায়, এই শক্তিশালী মহাশিব মন্ত্র জপের ফলে মানুষের জীবনে সুখ শান্তি বজায় থাকে।

চোখের অশ্রু আর হৃদয়ের গল্প, শুধু একজন বিশেষ মানুষের জন্য, আর আমার সেই বিশেষ মানুষটি তুমি মহাদেব..!!

হর হর মহাদেব, শিবের ভক্তিতেই মানুষের মুক্তি…!

Read more: যীশু খ্রীষ্টকে নিয়ে উক্তি ও অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা

আশাকরি, মহাদেব সম্পর্কিত উক্তি গুলি সকলের ভালো লাগবে।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন ও উত্তরঃ 

Q. মহাদেব কে নীলকন্ঠ বলা হয় কেন?

A. পুরানে কথিত আছে, সমুদ্র মন্থনের সময় এক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়। সারা বিশ্বে সেই বিষের ঝাঁঝে আচ্ছন্ন হয়ে পড়ে। সৃষ্টিরক্ষার জন্য স্বয়ং মহাদেব ওই বিষ পান করেন। ভয়ঙ্কর সেই বিষকে নিজের কণ্ঠে ধরে রাখেন তিনি। তাই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ।

Q. সেরা একটি মহাদেব সম্পর্কিত উক্তি কি হতে পারে?

A.  তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি জগতের পালনকর্তা, তাই সকলে বলুন সত্যম শিবম সুন্দরম।