জি বাংলার দর্শকের অত্যন্ত পছন্দের একটি ধারাবাহিক ছিল ‘পিলু’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা গৌরব রায় চৌধুরী এবং অভিনেত্রী মেগা দাঁ। ধারাবাহিকের গল্প কিন্তু শুরু হয়েছিল পিলু আর আহিরের প্রেম কাহিনী দিয়ে তবে পরবর্তীকালে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন রঞ্জা আর মল্লারের খুনসুটির গল্প।
ধারাবাহিকে রঞ্জা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ইধিকা পাল এবং মল্লারের ভূমিকায় ছিলেন অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার। এই জুটিকে দর্শক চোখে হারাত।
দেখতে দেখতে ৩ বছরে পা দিক ‘পিলু’ ধারাবাহিক। আজ থেকে ঠিক তিন বছর আগে জি-বাংলার পর্দায় হাজির হয়েছিল এই মেগা। ধারাবাহিকের তিন বছর পূর্তিতে আবেগে ভাসলেন পিলু-আহির, রঞ্জা-মল্লারের ভক্তরা।