টেলি পাড়া জুড়ে চারিদিকে বিয়ে ভাঙার খবর। নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার সম্পর্কে ফাটল থেকে প্রান্তিক-অঙ্কিতা বিবাহ বিচ্ছেদের খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ২০২২ সালে ভালোবেসে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর সাথে বিয়ে সারেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিয়ের ৩ বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদ।
বিয়ে ভাঙার আসল কারণ নিয়ে কেউই মুখ খুলতে চাননি। কিন্তু ডিভোর্সের পরও কি অঙ্কিতার সঙ্গে সম্পর্ক রাখবেন প্রান্তিক। প্রথমবার খোলাখুলি জানালেন স্বয়ং অভিনেতা।
আজকাল ডট ইন-কে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে ভাঙার খবর স্বীকার করে প্রান্তিক জানান, “যে প্রশ্নের উত্তর আছে, সেটা তো দেওয়াই যায়। এখানে লুকানোর তো কিছু নেই।”
অভিনেতা আরও বলেছেন, “নাম পাল্টায়, সম্পর্ক পাল্টায় নাকি! সম্পর্ক সবসময় থাকে। আমরা নামের পরিচিতি পাল্টাতে থাকি। আজ এ বন্ধু হয়েছে, কাল সে কাছের বন্ধু হয়েছে, তারপর সে আরও বেশি ভাল বন্ধু হয়েছে, আর শেষে ছেলেটা একদম ভাল ছিল না… এই চারটে জিনিস আমরা এক মুহূর্তে বলে দিই। বন্ধুত্ব একটা বিশাল জায়গা। যখনই সেটাকে একটা সম্পর্কের নাম দেবে, তখনই সেটা একটা বাড়তি দায়িত্ব হয়ে যায়। ধরুন, আজ আপনার দাদা বিয়ে করলেন। যে বাড়িতে এল, তিনি আপনার সমবয়সী। তাঁকে যদি বন্ধু হিসেবে চিনতেন, সম্পর্ক আলাদা হতো, কিন্তু যেই বৌদি ডাকলেন… অমনি সম্পর্ক বদলে গেল। সম্পর্ক নামে এত পাল্টে যায়, সেটাই পাল্টেছে আসলে। আগে একবার বদলেছিল, আবার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে।”

