বিচ্ছেদের যুগে ২৮ শেও অটুট দাম্পত্য জীবন, স্ত্রী ডোনার প্রসংশায় কি বললেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়

বিচ্ছেদের যুগেও আজও অটুট সৌরভ-ডোনার দাম্পত্য। তাদের সম্পর্কের বন্ধনের নেপথ্যে কি রহস্য রয়েছে? সেটাই এবার ফাঁস করলেন দাদা। আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছরের দাম্পত্য জীবন প্রসঙ্গে সৌরভ বলেন, ‘আমরা খুব সহজ জীবনযাপন করি। আর পাঁচ জন বাঙালি যে ভাবে ঘর-সংসার করেন। মাথা ঠান্ডা রাখি। ব্যস্ততার চোটে রাগ করার ফুরসতও পাই না। অন্যদিকে, ডোনাও খুবই শান্ত। খুব ধৈর্য ওঁর। ঠান্ডা মাথার মেয়ে। ভীষণ ভালো। ফলে, আমাদের সে রকম কোনও সমস্যা হয় না।’

স্ত্রী যদি পেশায় অভিনেত্রী হতেন? সেক্ষেত্রে সম্পর্কের সমীকরণটা কি একই রকম হত? প্রশ্নের উত্তরে স্পষ্ট ভাষায় দাদা বলেন, ‘নায়িকা বৌ মানেই বিচ্ছেদ, আর সাধারণ ঘরের মেয়ের সঙ্গে বিয়ে হলে বিচ্ছেদ হবে না— এ কথা কে বলেছে? তা হলে তো ঘরে ঘরে এত বিচ্ছেদ হত না! রোজ কত বিয়ে ভাঙে। প্রত্যেকের স্ত্রী-ই কি নায়িকা? এটা স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া। সেটা সঠিক থাকলেই সব ঠিক।’

সৌরভ-ডোনা একে-অপরকে চিনতেন ছোট থেকেই। ১৯৯৬ সালে লুকিয়ে রেজিস্ট্রি সারলেও পরিবারের তরফে ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে ধুমধাম করে বিয়ে দেন তাদের। বিয়ের এতবছর পরেও স্ত্রীয়ের প্রসংশায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়।