‘২৮ বছর পর প্রথমবার…’, ছেলেবেলার হারিয়ে যাওয়া কোন স্মৃতি তুলে ধরলেন অনামিকা?

অনামিকা চক্রবর্তী

বাংলার ঘরে আজও ‘এখানে আকাশ নীল’ এর হিয়া নামেই তিনি পরিচিত। যদিও ছোটপর্দা থেকে এখন অনেকটাই দূরে অভিনেত্রী অনামিকা চক্রবর্তী।

অনামিকার স্বামী উদয় প্রতাপ সিং অভিনয় করছেন ‘পরিণীতা’ ধারাবাহিকে রায়ান চরিত্রে। অন্যদিকে সংসারে মন দিয়েছেন অনামিকা। নিজে অভিনয় থেকে দূরে থাকলেও স্বামীকে সবসময় সঙ্গ দেন তিনি।

জীবনে সবকিছু ঠিক থাকলেও একটা খামতি রয়ে গেছে অভিনেত্রীর জীবনে। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন অনামিকা। আজও বাবাকে ভীষণভাবে মিস করেন তিনি। তবে বাবার সাথে কাটানো মুহূর্ত আজও অভিনেত্রীর স্মৃতির পাতায় উজ্জ্বল।

আর তাই ২৮ বছর পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় বাবার ছবি শেয়ার করলেন অনামিকা। দুটি ছবির মধ্যে একটি তার বাবার অন্যটি বাবার সাথে অনামিকার। ছবি পোস্ট করে অনামিকা লেখেন, ‘আমি কোনওদিন আমার বাবার ছবি শেয়ার করিনি কিন্তু ভাবলাম এত বছর হয়ে গেল ২৮ টা বছর একবার তো দেখাতেই পারি আমার বাবাকে। যেখানেই থাকো ভালো থেকো এইটুকুই কামনা করি প্রতিদিন।’

Previous articleNagad88 – Bet Smarter, Win Bigger, Play Every Day
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।