বিচ্ছেদের যুগে দাম্পত্যের ২৫ বছর পার! কেক কেটে স্ত্রীর সঙ্গে জাঁকজমক ভাবে বিবাহবার্ষিকী পালন করলেন টোটা রায় চৌধুরী

টোটা রায় চৌধুরী

আজকাল বিয়ে ভাঙার খবর চারিদিকে বেশি শোনা যায়। বর্তমানে বিয়ে টিকিয়ে রাখাটাই বড় ব্যাপার। আর সেখানে দেখতে দেখতে ২৫ টা বছর পার করে ফেললেন অভিনেতা টোটা রায় চৌধুরী। গত  ১৩ ই ডিসেম্বর শর্মিলী রায়চৌধুরী সঙ্গে বিয়ের ২৫ বছরে পা রাখলেন অভিনেতা।

২৫ তম বিবাহবার্ষিকী টা বেশ জাঁকজমকভাবে আয়োজন করলেন টোটা। ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবকে নিয়ে জমকালো পার্টির আয়োজন করেন। বুম্বাদা থেকে দেব সকলেই পার্টিতে হাজির ছিলেন। এদিন তিনতলা কেক কাটতে দেখা যায় এই দম্পতিকে। এমনকি স্ত্রীর জন্য সকলের সামনে অমর সঙ্গী গানও গায় টোটা।

বিবাহবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে একটি সুন্দর মুহূর্তে ছবি শেয়ার করে টোটা লেখেন, ‘সহযোদ্ধা, সহযাত্রী, সহধর্মিনী… তুমি ছিলে তাই পঁচিশ বছর ধরে নানান ঘাত প্রতিঘাত, ঝড় ঝাপটা ও বিপদসঙ্কুল পথ অনায়াসে অতিক্রম করতে পেরেছি। তুমি ছিলে তাই প্রকৃত বন্ধুত্ব ও প্রণয় অনুভব করতে পেরেছি। তুমি ছিলে তাই গৃহটিকে বাসায় পরিণত করতে পেরেছি… ভালো বাসা। ২৫তম বিবাহবার্ষিকীর প্রাণখোলা শুভেচ্ছা ও হৃদয় নিঃসৃত ভালবাসা নিও।’

YouTube video player