অল ইন্ডিয়া ডাক্তারি পরীক্ষা থেকে অভিনয় জগত! ‘২৪ বছর ইন্ডাস্ট্রিতে, তাও বলতে হয় দাদা একটু দেখবেন’, বললেন খেলাঘর খ্যাত সুরজিৎ সেন

অভিনেতা সুরজিৎ সেন

বাংলা টেলিভিশনের জনপ্রিয় খলনায়ক হলেন অভিনেতা সুরজিৎ সেন। যাকে একাধিক ধারাবাহিকে ভিলেন চরিত্রে দেখা যায়। খেলাঘর ধারাবাহিকে ববিন চরিত্রে ভালো জনপ্রিয়তা পেয়েছিলেন।

৩ বছর মুম্বাইয়েও কাজ করেছেন তিনি। ২৪ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। একসময় tollygossip সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কিছু কথা তুলে ধরেছিলেন সুরজিৎ।

অভিনেতা সুরজিৎ সেনের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। অল ইন্ডিয়া ডাক্তারি পরীক্ষায় বসেছিলেন। কিন্তু জীবনটা পাল্টে গেল। হয়ে গেলেন অভিনেতা। ছোট থেকেই অভিনয় নিয়ে ঘাটাঘাটি। আচমকা হিরো হওয়ার ইচ্ছে জাগে। তারপর থেকেই শুরু পরিশ্রম। অনেক কষ্ট করে অভিনয় জগতে সুযোগ পান।

সুরজিৎ-এর কথায়, “টলিউড আর বলিউডের মধ্যে অনেক ফারাক আছে। অভিনেতা সেখানে ৩ বছর কাজ করে যা সম্মান অর্জন করেছে তা ২৪ বছরেও এই ইন্ডাস্ট্রি থেকে পাননি। বলিউডে অভিনেতাদের পুজো করা হয় যেটা বাংলায় হয় না”।

অভিনেতা আরও জানান, “এত বছর পরও বলতে হয়  দাদা একটু দেখবেন, একটা কাজ দেখবেন! এখানে  নতুন মুখ যদি একবার পরিচিতি পেয়ে যায় তারা নিজের শাহরুখ মনে ভাবতে শুরু করেন। যেটা কোনদিন করিনি সেটাই করতে হচ্ছে, তেলবাজিটা করতে পারিনা। পলিটিক্স একটা বিরাট বড় জায়গা নিয়েছে ইন্ডাস্ট্রিতে। আমি মুখে না বললেও এটা পরিষ্কার যে যারা নায়ক-নায়িকা নয় এই মুহূর্তে তারাই কিন্তু রাজত্ব করছে ইন্ডাস্ট্রিতে, তারাই ইন্ডাস্ট্রির মহানায়ক-মহানায়িকা। তাদের এত টাকা আছে যে নিজেরাই সিনেমা তৈরি করছে। বাংলা ইন্ডাস্ট্রিতে কীভাবে একটা ছবি হিট করানো হয় তা আমি জানি”।

Source: tollygossip . com