২২-এ পা দিলেন ছোটপর্দার দীপা! স্বস্তিকার জন্মদিনে বিশেষ সারপ্রাইজ সহকর্মীদের

দীপা

আজ ছোটপর্দার দীপা ওরফে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের শুভ জন্মদিন। ২২-এ পা দিলেন ছোটপর্দার দীপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শক তাকে এক নামে চেনেন।

আজ অভিনেত্রী জন্মদিনে মধ্যেরাত থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে। অভিনেতা সূর্য ওরফে দিব্যজোতি দত্ত ইনস্টাগ্রামে তাদের দুজনের একটি সুন্দর ছবি পোস্ট করে অনস্ক্রিন বৌকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

এদিকে ঊর্মি ওরফে সৌমিলি চক্রবর্তী এবং স্নেহাদেব মধ্যেরাতে স্বস্তিকার বাড়িতে কেক নিয়ে গিয়ে তাকে সারপ্রাইজ দেয়। এছাড়াও অনুরাগের ছোঁয়া’র সহকর্মীরা দীপাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by RITU PYNE🪽 (@ritu_pyne8)