
টলিপাড়ায় চারিদিকে বিচ্ছেদের খবর। আজকাল সোশ্যাল মিডিয়া খুললে বহু বছরের দাম্পত্য জীবনের ইতি টানার খবর শোনা যাচ্ছে। আচমকাই টেলি পাড়ার আরেক তারকা দম্পতিকে নিয়ে রটেছে ডিভোর্সের খবর।
আচমকাই সোশ্যাল মিডিয়ার গুঞ্জন, এবার নাকি ঘর ভাঙতে চলেছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের। ২০ বছরের দাম্পত্য জীবন নাকি ইতি টানতে চলেছে জয়জিৎ ও তাঁর স্ত্রী শ্রেয়া। সম্প্রতি পরিবারের সাথে নর্থ বেঙ্গলে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। আর সেখানে দেখা মেলেনি অভিনেতার স্ত্রী শ্রেয়ার। আর তারপরেই গুঞ্জন জয়জিৎ আর শ্রেয়ার নাকি সম্পর্ক ভাঙতে চলেছে। সত্যিই কি তাই?
সোশ্যাল মিডিয়ার গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা। আজকালকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়জিৎ জানান, ‘আগেও নানান ভুল খবর আমাকে নিয়ে ছড়ানো হয়েছে, এবারও সেটাই হচ্ছে। আমার আর শ্রেয়ার মধ্যে মোটেও বাড়েনি দূরত্ব। নিজের পেশাগত জীবনের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন শ্রেয়া। তাই আমাদের সাথে ঘুরতে যেতে পারেনি।’ অর্থাৎ সোশ্যাল মিডিয়া হওয়া গুঞ্জন পুরোটাই গুজব।