শুরু হলে শেষ হবেই, এটাই রীতি। তবে আচমকাই কোনও ধারাবাহিক বন্ধের খবরে একটু হলেও মন খারাপ হয়ে যায় দর্শকদের। চলতি বছরে একাধিক নতুন ধারাবাহিক পর্দায় এসেছে। যার ফলে বেশ কিছু মেগাকে হয় বন্ধ করে দেওয়া হয়েছে অথবা স্লট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ইতিমধ্যে স্টার জলসায় একটি নতুন ধারাবাহিকের প্রোমো গতকাল সামনে এসেছে। অপরদিকে, জি-বাংলাও আরও দুটি নতুন ধারাবাহিক আনতে চলেছে। সবমিলিয়ে নতুনদের স্বাগতম জানানোর আগে বিদায় জানতে হবে পুরনো ধারাবাহিককে। পুবের ময়না বন্ধ হয়েও আবার শুরু হয়েছে শুটিং। পুবের ময়না নিয়ে চ্যানেলে মত পাল্টেছে।
এদিকে চ্যানেলের নিশানায় রয়েছে অন্য দুটি ধারাবাহিক। নতুন মেগাদের আগমে কোন দুটি মেগার উপর কোপ পড়তে চলেছে? সূত্রের খবর অনুযায়ী, জি-বাংলা এবং স্টার জলসার পুরোনো দুটি ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জি-বাংলার মিঠিঝোরা খুব শীঘ্রই পর্দা থেকে বিদায় নেবে এবং স্টার জলসার হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক বন্ধ হতে চলেছে। অন্যদিকে আরও একটি ধারাবাহিকের খবর শোনা যাচ্ছে যদিও এই ধারাবাহিক নিয়ে নিশ্চিত খবর এসে পৌঁছায়নি। গুঞ্জন শোনা যাচ্ছে অনুরাগের ছোঁয়াকেও বন্ধ করে দেওয়া হতে পারে। এখন শুধু মাত্র চ্যানেলের অফিশিয়ালি ঘোষণার অপেক্ষায়।