এতদিন ধরে টেলিপাড়ার গুঞ্জন, এবার হয়তো ‘জগদ্ধাত্রী’ শেষ হয়ে যাবে। নেপথ্যে কারণ নতুন মেগা ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিক। নতুন মেগার স্লট দেওয়া হয়েছে ৮ ডিসেম্বর থেকে সন্ধ্যা ৭টায়।
আর এই খবর সামনে আসতেই মন খারাপ হয়ে যায় ‘জগদ্ধাত্রী’ অনুরাগীদের। তারমধ্যেই খবরে এসেছিল পর্দার জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিককে বড় পর্দায় দেখা যাবে। তাই অনেকে অনুমান করেছিলেন যে এবার বিদায়ের পালা ‘জগদ্ধাত্রী’র।
তবে আর মন খারাপ করে থাকতে হবে না। জি বাংলা দিল বড় চমক। শেষ হচ্ছে না ‘জগদ্ধাত্রী’। তবে ‘জগদ্ধাত্রী’ পেল নতুন স্লট। তাহলে নতুন কোন স্লটে দেখা যাবে জগদ্ধাত্রী কে?
৮ ডিসেম্বর থেকে জগদ্ধাত্রী দেখা যাবে নতুন সময়। চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো প্রকাশ্যে এনে তা জানানো হয়েছে। প্রোমোয় দেখা গিয়েছে মেগা ৮ ডিসেম্বর থেকে সন্ধ্যা সাড়ে ৭ টার স্লটে দেখা যাবে।
এবার কপাল পুড়ল জি বাংলার আরও একটি জনপ্রিয় মেগা ‘ফুলকি’র। কারণ সাড়ে ৭টার স্লট ছিল ফুলকির। তাহলে কি ‘ফুলকি’ শেষ হচ্ছে? তা অবশ্য এখনও সঠিক ভাবে জানা যায়নি, বা চ্যানেলের পক্ষ থেকেও এরকম কিছু জানানো হয়নি।


