‘চোখের তারা তুই’ ধারাবাহিকের ১১ বছর পূরণ, স্মৃতিতে ভাসলেন নেটিজেন

চোখের তারা তুই

২০১৪ সালে জলসার টিভির পর্দায় আলোড়ন ফেলেছিল পুরনো ধারাবাহিক ‘চোখের তারা তুই’। এই ধারাবাহিকের গল্প এতটাই ইউনিক ছিল যে আজও মানুষ ভুলতে পারেননি। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা জয় মুখোপাধ্যায় এবং অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়।।

‘চোখের তারা তুই’ ধারাবাহিকে  গল্পের নায়ক আয়ূস একজন বড় মাপের অভিনেতা। এবং নায়িকা তুতুল অন্ধভক্ত ছিল। তুতুল খুব সাধারণ পরিবারের মেয়ে। পরবর্তীকালে নিজের স্বপ্নের হিরোর প্রেমে পড়েছিল।

সেই সময় এই ধারাবাহিক বাংলার টেলিভিশন পর্দায় আলাদা আলোড়ন ফেলেছিল। দেখতে দেখতে ১১ বছর পার চোখের তারা তুই ধারাবাহিকের। ১১ বছর বর্ষপূর্তিতে পুরনো ধারাবাহিকের আবেগে ভেসে গেলেন সিরিয়ালপ্রেমীরা।