বাংলা সিরিয়ালের ‘বাহামণি’ কে চেনেন না এমন দর্শক খুব কমই আছেন। একসময় ‘ধন্যি মেয়ে’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় যাত্রা শুরু হলেও ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকে ‘বাহামণি’ চরিত্রের হাত ধরেই বদলে গিয়েছিল অভিনেত্রী রণিতা দাস এর কেরিয়ার গ্রাফ।
এরপর দীর্ঘ বেকিছগু বছর কেটেগেছে অভিনেত্রীকে দেখা যায়নি ছোটপর্দায়। তবে বর্তমানে খুব শীঘ্রই নতুন ধারাবাহিক ‘ও মোড় দরদিয়া’ তে দেখা যাবে রনিতাকে। বাহা চরিত্রে এতটা ভালোবাসা পেলেও এই চরিত্রের জন্যই নাকি বেশ ভোগান্তি পোহাতে হয়েছে অভিনেত্রীকে।
কোন এক সাক্ষাৎকারে রনিতা জানিয়েছিলেন, “একসময় এই বাহা চরিত্রর জন্য আমার অস্বস্তি হতো। আমি মনে করতাম আমি অন্য কোন চরিত্রে ভালো অভিনয় করতে পারি না। আমার নিজের অভিনয় নিয়ে আমার সন্দেহ হতো। তাই একসময় এই চরিত্রের উপর বিরক্তি এসে গেছিল আমার। তবে ১০ বছর বাদে আমি বুঝতে পেরেছি এই চরিত্রটা আমাকে ঠিক কতটা সম্মানের জায়গা করে দিয়েছে। আজও দর্শক আমার সঙ্গে দেখা করতে এলে আমার সাথে কোথাও দেখা হলে বাহা বলে এগিয়ে আসে। ”
অভিনেত্রী আরো বলেন, “তেমনি কিছুদিন আগে একটি ছোট্ট অনুষ্ঠানে ৫-৭ বছরের বাচ্চা মেয়ে এগিয়ে এসে বাহা দিদি বলে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি ভাবছি নিশ্চয়ই বাড়ি থেকে ওকে কেউ শিখিয়ে এনেছে। না হলে আমি যখন বাহা চরিত্রে অভিনয় করেছি ও তখন জন্মায়নি। আমার তখন মনে ছিল বাচ্চাটা এবং বাচ্চাটা পরিবারটি কতটা ফেক। কিন্তু তারপর ওর সাথে কথা বলে জানতে পারলাম ওটিটি প্ল্যাটফর্মে আমার সিরিয়াল দেখেছে। তারপর আমার ভুল ধারণা ভেঙ্গে গেল।”