১০০ গিটার-১০০কণ্ঠ-১ টা গান! কেকে’কে অভিনব শ্রদ্ধা জানালেন কলকাতাবাসী, মুগ্ধ নেটিজেন

কেকে

কে ভেবেছিল কলকাতাই তার শেষ গাওয়া গান হবে? বলিউড সঙ্গীতশিল্পী কে কে এর মৃত্যু আজও মেনে নিতে পারছেন না গোটা ভারতবর্ষ। তার মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে গুরুদাস কলেজের ম্যানেজমেন্টের উপর। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়। প্রয়াত সঙ্গীতশিল্পী মৃত্যু সত্যি বাংলার লজ্জা।

এই শহরের বুকেই নিজের শেষ গান গেয়েছেন। সাক্ষী ছিল কলকাতার মানুষ। তাই তার প্রয়াণে অভিনব শ্রদ্ধা জানালেন কলকাতাবাসী। যা দেখে চোখে জল নেটিজেনদের।

কৃষ্ণকুমার কুন্নাথ চলে গেছেন ঠিকিই কিন্তু কলকাতার মানুষ তাকে ভুলতে পারবে না। রবিবার নন্দন চত্বরে কলকাতার বহু শিল্পী ভিড় জমিয়েছিল। ১০০ গিটার, ১০০ কণ্ঠ, ১টি গান—’পল’ গেয়ে অভিনব উপায়ে প্রয়াত সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানালেন কলকাতার শিল্পীরা। এই অনুষ্ঠানটি টিম বি গার্ডেন বাস্কার্স নামের এক সংগঠনের তরফ থেকে আয়োজন করা হয়েছিল।

2 Comments

  1. সুদেশ্না ম‍্যাম আমি ভুবনেশ্বর থেকে লিখছি। আপনার দু একটা লেখা পড়েছি। ভালোই লেগেছে। আপনি লিখে যান। আমরা প্রবাসী বাঙ্গালীরা অবশ‍্য ই পড়বো। নমস্কার।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here