দাম্পত্যের ১০ বছর পূর্ণ! বিবাহ বার্ষিকীতে মিষ্টি পোস্ট শ্রেয়া ঘোষালের

শ্রেয়া ঘোষাল

কারা বলে সেলিব্রেটিদের সংসার টেকে না? যত্নে ধরে রাখতে জানলে সব সম্ভব। এমনটাই যেন প্রমাণ করে দিলেন বাঙালি কন্যা শ্রেয়া ঘোষাল। যিনি নিজের সুমধুর কণ্ঠে জিতেছেন দেশ-বিদেশের মানুষের মন।

আশা-লতা’র পরে কোনও গায়িকা থাকলে তিনি হলেন শ্রেয়া ঘোষাল। বড় মাপের একজন গায়িকা হয়েও তিনি নিজের বাঙালি সংস্কৃতিকে কখনোই ভোলেননি। তার জীবন যাপনে নেই কোনও চাকচিক্যের ছাপ।

দেশের অত্যন্ত ব্যস্ত গায়িকা তিনি। তবে কর্মজীবনের পাশাপাশি গুছিয়ে সংসার করছেন শ্রেয়া। একা হাতে নিজের ছোট ছেলেকে মানুষ করছেন। ২০১৫ সালে শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন শ্রেয়া। আর তারপর থেকে সুখে সংসার করছেন তিনি।

দেখতে দেখতে বিয়ের ১০ বছর পার করে দিলেন শ্রেয়া ঘোষাল। সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছি ছবি শেয়ার করে শ্রেয়া লেখেন, ‘আমাদের ১০ম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। এখনও এই দিনটিকে মনে রাখি যেন গতকালই। আমাদের জীবনে একে অপরকে পেয়ে আমরা অনেক ধন্য। এই যাত্রায় আমরা যখন বড় হচ্ছি, তখনও আমরা একে অপরের সাথে বারবার প্রেমে পড়ছি। আর ঈশ্বর আমাদের আরও বড় আশীর্বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের ছেলে দেবযান। আমাদের যা কিছু আছে তার জন্য আমরা কৃতজ্ঞ। সকাল থেকে আপনারা যে অসাধারণ সুন্দর শুভেচ্ছা এবং ভালোবাসা পাঠিয়েছেন তার জন্য আমাদের সমস্ত ভক্ত এবং বন্ধুদের ধন্যবাদ।’

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)