ঐন্দ্রিলা শর্মা এক প্রাণবন্ত-হাসিখুশি মেয়ে, যিনি গোটা জেনারেশনকে শিখিয়ে গেছেন জীবনের শেষ অবধি ফাইটারের মতো কীভাবে লড়তে হয়। দু-দুবার ক্যান্সারের সাথে লড়াই করে বেঁচে ফিরে আসেন। কিন্তু শেষ অবধি জীবন যুদ্ধ হার মানতে হয় তাকে।
২০ নভেম্বর ২০২২ সালে মৃত্যু হয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। দেখতে দেখতে ১০ মাস। নেটিজেনদের কাছে আজও তিনি যোদ্ধা। ঐন্দ্রিলার শোকে যেমন আজও কাটিয়ে উঠতে পারেননি তার বাবা-মা। ঠিক তেমনি বোনকে হারিয়ে আজও চোখে জল দিদি ঐশ্বর্য শর্মার।
অভিনেত্রীর দিদি ঐশ্বর্য পেশায় ডাক্তার। তাই বোনের স্মৃতি আগলে রেখেই নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে বোনকে খুব মিস করছেন স্পষ্ট ইনস্টাগ্রাম পোস্ট। গণেশ পুজোয় বন্ধুদের সঙ্গে দেখা গেল ঐশ্বর্যকে। এদিনের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, ““সবাই আছে। খালি এই ছবিতে এক জন নেই।”
কিছুদিন আগে মরণোত্তর সম্মান দেওয়া হয়েছিল ঐন্দ্রিলাকে। পুরস্কার পাওয়ার পর আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী মা শিখা দেবী জানিয়েছিলেন, ” “পুরস্কার নিতে একটুও ভাল লাগেনি। এটা কি মরণোত্তর সম্মান পাওয়ার বয়স আমার মেয়েটার? খুব কষ্ট হচ্ছে। এমন সম্মান তো মঞ্চে উঠে ওর ছেলেমেয়ের নিতে যাওয়ার কথা ওর বয়সকালে। সেখানে আমাদের নিতে হল। এই কষ্টটা যে কী করে কমবে, কিছুতেই বুঝতে পারছি না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতার জবাব নেই।”