টলিউডে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেশ কয়েকজন ভারতীয় বাঙালি অভিনেত্রী তাদের মোহনীয় সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা অর্জন করেছেন। বর্তমানে জনপ্রিয়তার উপর ভিত্তি করে ২০২১-এর বাংলা টেলিভিশনের ১০ গ্ল্যামারাস অভিনেত্রী কারা দেখে নিন একনজরে-
১। মধুমিতা সরকার (Madhumita SarKar)
টলির জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ছোট পর্দায় ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে শুধু এপার বাংলা নয় ওপার বাংলাও খ্যাতি অর্জন করেছিলেন। ছোট পর্দায় পাখির মিষ্টি ইমেজ ভেঙ্গে মধুমিতা এখন বড়পর্দার গ্ল্যামারাস ও সাহসী নায়িকা।
প্রতিদিনই নতুন লুকে ধরা দেয় সোশ্যাল মিডিয়ায়। টলিউড এই অভিনেত্রীর দুর্দান্ত ফ্যাশন ইন্দ্রিয় রয়েছে এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেকেই এটি পছন্দ করেছেন।
২। ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)
ঋতাভরী চক্রবর্তী একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি বাংলা টেলিভিশনের ছোট পর্দা থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছেন। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে অভিনয় করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা অর্জন করেছেন। বর্তমানে এখন শুধু টলিউড নয় বলিউডেরও গ্ল্যামারাস অভিনেত্রী তিনি।
৩। মনামী ঘোষ (Monami Ghosh)
বাংলা টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। বহু বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রেখেছেন। সিনেমা, ধারাবাহিক, রিয়েলিটি শো-এর পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। এই অভিনেত্রীর ফিগার দেখলে বোঝার উপায় নেই তিনি ৩০ পার করেছেন। যত দিন যাচ্ছে অভিনেত্রী মনামী ঘোষের গ্ল্যামার বেড়েই চলেছে।
৪। অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)
বাংলা টেলিভিশনের আরেক গ্ল্যামারাস অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। শত বাধা সত্ত্বেও তার সাফল্য কেউ আটকাতে পারেনি। নিজের দক্ষতায় বাংলা টেলিভিশনে জায়গা দখল করেছেন। ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’ হিয়া চরিত্রে অভিনয় করে প্রচুর দর্শকের প্রশংসা পেয়েছেন। ছোট পর্দা থেকে এখন বড় পর্দায় অভিনয় করছেন। তার ক্যারিয়ার এখন তুঙ্গে।
৫। তৃণা সাহা (Trina Saha)
ছোট পর্দার মিষ্টি এবং গ্ল্যামারাস অভিনেত্রী তৃণা সাহা। বর্তমানে বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’য় অভিনয় করছেন তৃনা। এর আগেও অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। তার সাবলীল চরিত্রই বাংলা ইন্ডাস্ট্রিতে জায়গা করে দিয়েছে। তিনি টলি পাড়ার চার্মিং গার্ল।
৬। স্বস্তিকা দত্ত (Swastika Dutta)
৭। অদ্রিজা রায় (Adrija Roy)
এক তরুণ টেলিভিশন অভিনেত্রী, যিনি ‘বেদিনি মলুয়ার কথা’ সাথে প্রথম বাংলা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। পরবর্তীকালে পটল কুমার গানওয়ালা, সন্ন্যাসী রাজা মতো সিরিয়ালগুলির জন্য পরিচিত। বর্তমানে ধারাবাহিকের পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করছেন। অদ্রিজা রায় খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করছেন।
৮। দর্শনা বণিক (Darshana Banik)
দর্শনা বণিক একজন জনপ্রিয় বাঙালি মডেল এবং অভিনেত্রী। যিনি সুদর্শন চেহারার জন্য জনপ্রিয়। কলেজে পড়ার সময় তিনি তার মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন। অবশেষে 2018 সালে বাংলা চলচ্চিত্র ‘আসছে আবার শবর মাধ্যমে আত্মপ্রকাশ করেন।
৯. রুকমা রায় (Rukma Roy)
রুকমা রায় একজন ভারতীয় অভিনেত্রী যিনি, বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। কিরণমালার সিরিয়াল থেকে তিনি দর্শকের কাছে সুপরিচিত হন। বর্তমানে দেশের মাটি ধারাবাহিকে অভিনয় করছেন গ্ল্যামারাস অভিনেত্রী। এই ধারাবাহিকের মাধ্যমে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছেন।
১০। তন্বী লাহা রায় (Tonni Laha Roy)
তন্বী লাহা রায় একজন ভারতীয় অভিনেত্রী। যিনি বহুদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। নিজের অভিনয় এবং গ্ল্যামারাস লুকে দর্শকের নজর কেড়েছেন। বর্তমানে বাংলা ১ নম্বর ধারাবাহিক “মিঠাই”য়ে নেগটিভ চরিত্রে অভিনয় করছেন।