‘ডাইনির মত লাগছে, পুরো মাথা খারাপের লক্ষ্মণ’… সাবিত্রীদেবীর সাজ নিয়ে কটাক্ষ নেটিজেনদের, ‘নিন্দা করলে করুক, বুড়ি বয়সে…’ পালটা জবাব অভিনেত্রীর

সাবিত্রী চট্টোপাধ্যায়

বয়স ছুঁয়েছে ৯০, এখনও দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। কিংবদন্তি অভিনেত্রীকে বর্তমানে অভিনয় করতে দেখা যাচ্ছে স্টার জলসার চিরসখা ধারাবাহিকে। সাজগোজ করতে বরাবরই ভালবাসেন সাবিত্রী দেবী।

যেকোন অনুষ্ঠানেই সাবিত্রীদেবীকে শাড়ির সঙ্গে মানান সই গয়না, চোখে মোটা করে কাজল, লিপস্টিক পরতে দেখা যায়। অভিনেত্রীর এই সাজ নিয়ে অনেকে তার প্রশংসা করলেও, অনেকেই কটাক্ষ করেছেন তাকে। এর আগেও অভিনেত্রী সাজ নিয়ে কথা উঠেছিল সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি আরও একবার সোশ্যাল মিডিয়ার ব্যাপক ভাইরাল হয় সাবিত্রীদেবীর একটি ছবি। আর সেই ছবির কমেন্ট বক্সে একাধিক নেটিজেন খারাপ মন্তব্য করেছেন যা বেশ দৃষ্টিকটূ।

এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী এই প্রসঙ্গে বলেছিলেন, ‘সাজতে বরাবরই ভালবাসি। তাতে যদি কেউ নিন্দা করে তো করুক। মনকে এখনও তেমন বুড়ো করে ফেলিনি যে, সাজব না। আমার সাজ মার্জিতই।’

সাবিত্রী চট্টোপাধ্যায়

অভিনেত্রীর সাজ নিয়ে একজন নেটিজেন কটাক্ষ করে লেখেন, এই বয়সে আপনাকে এইসব মানায় না। বাড়িতে বসে ঠাকুরের নাম জপ করুন এসব করবেন না। অন্য একজন লিখেছেন, একটা বয়সের পর নিজেকে অনেক কিছুই বদলাতে হয়। সাজতে ভালবাসতেই পারেন, কিন্ত আপনার সাজটা খুব দৃষ্টিকটু লাগে। আর বেশি কিছু বল্লাম না। কেউ কেউ আবার বলেছেন, ‘পুরো ডাইনির মতো’, ‘মাথা খারাপের লক্ষ্মণ’, কদাকার লাগছে।

সূত্রঃ https : // binodonxp. com /