আরও এক জনপ্রিয় প্রতিভাকে হারাল গোটা বাংলা। শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতমহল। ৫৭ বছর বয়সে না ফেরার দেশে জনপ্রিয় বংশীবাদক। অসমীয়া সংগীতে যিনি অসামান্য অবদান রেখেছিলেন। এমনকি বাঁশিকে জনপ্রিয় বাদ্যযন্ত্র হিসেবেও প্রতিষ্ঠিত করেছিলেন।
সোমবার, ৩ নভেম্বর ভোরে ৬টা ১৫ মিনিটে, চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় বংশীবাদক দীপক শর্মা। গত মাসে গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চেন্নাইয়ে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু, শেষ রক্ষা হল না।
১৯৬৮ সালে নলবাড়ি জেলার পানীগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন দীপক শর্মা। বাঁশির প্রতি তাঁর অসাধারণ দক্ষতা ও গভীর অনুরাগের জন্য সমগ্র আসামের সঙ্গীত প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন দীপক শর্মা। তার বাঁশির সুর ও সংগীতের প্রতি অটুট ভালোবাসা আজীবন স্মৃতিতে রাখবেন তার অনুরাগীরা।


