বিগত কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই কথা ‘ইউ লুক গুড ইন শাড়ি’। বলতে গেলে ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই যেন শুধুই দেখতে পাওয়া যাচ্ছিল মেয়েদেরকে পাঠানো ঋজু বিশ্বাসের এই মেসেজ। এবার ঋজু বিশ্বাসের এই মন্তব্যই পালটে দিল অভিনেতার ভাগ্য।
এসবের মধ্যে আখেরে লাভ হলো অভিনেতারই। ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়াদের আগামী ছবির নায়ক হতে চলেছেন ঋজু বিশ্বাস। শুধু ঋজু বিশ্বাস নন, সিনেমায় থাকবে ‘তুমি শাড়িতেই নারী’এই কথাটিও।
ঋজুর ভাইরাল মন্তব্য এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছে যে এই বার্তার হাত ধরেই এবার নতুন ছবি বানাতে চলেছেন পড়ুয়ারা। শৌভিক ভট্টাচার্য পরিচালিত এই ছবির নাম ‘উপসংহার’।
ছবি প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে ঋজু বলেন, ‘শৌভিক একটি ফিল্ম ইনস্টিটিউট ফেস্টিভ্যালের জন্য ছবি তৈরি করছে। পরিচালক নিজেই আমাকে বেছে নিয়েছেন। আমার বার্তা ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হয়েছে ছবিতে। এই সিনেমায় আমার বিপরীতে অভিনয় করেছেন পায়েল রায়। পায়েলের কিন্তু আমার সঙ্গে অভিনয় করতে অসুবিধা হয়নি’, মৃদু হেসে কটাক্ষের জবাব দেন ঋজু।
ঋজু আরও বলেন, ‘ইতিমধ্যেই ছবির অনেকটা কাজ শেষ হয়ে গিয়েছে। বেশি কাজ আর বাকি নেই। এই টিমের সঙ্গে আরও কাজের কথাবার্তা চলছে আমার। ছবিতে কিন্তু একাধিক ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। যদিও তাতে বিন্দুমাত্র আপত্তি নেই অভিনেত্রীর।’

