প্রকাশ পেল বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। চলতি সপ্তাহে বড় টেক্কা জি বাংলা আর স্টার জলসার। গত দুই সপ্তাহে জি-বাংলার ধারাবাহিক অনেক ব্যবধানে স্লট হারিয়েছে। তবে চলতি সপ্তাহে কম গ্যাপে স্লট হেরেছে। বলাই যায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপির তালিকায়।
টিআরপিতে বাংলার প্রথম স্থানে রয়েছে পরশুরাম , দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা। বিদ্যা ব্যানার্জিকে হারিয়ে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পরিণীতা। অন্যদিকে চলতি সপ্তাহে আবারও স্লট লিড করল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক। জমজমাট পর্ব দেখিয়েই আবারও দশম থেকে সপ্তম স্থানে জায়গা দখল করল আর্য-অপর্ণা।
চলতি সপ্তাহে ৬.৯ রেটিং নিয়ে প্রথম স্থান ফিরে পেল পরশুরাম, দ্বিতীয় স্থানে ৬.৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা। তৃতীয় স্থানে রয়েছে বিদ্যা ব্যানার্জি এবং চতুর্থ স্থান দখল করেছে দুই মেগা ধারাবাহিক রাঙামতি ও তারে ধরি ধরি মনে করি, তাদের প্রাপ্ত নম্বর ৬.৩। পঞ্চম স্থানে রয়েছে ও মোর দরদিয়া, তার প্রাপ্ত নম্বর ৬.২।
প্রথম – পরশুরাম 6.9
দ্বিতীয় – পরিণীতা 6.8
তৃতীয় – বিদ্যা ব্যানার্জি 6.5
চতুর্থ – রাঙামতি । তারে ধরি ধরি মনে করি 6.3
পঞ্চম – ও মোর দরদিয়া 6.2
ষষ্ঠ – জোয়ার ভাঁটা । বেশ করেছি প্রেম করেছি । আমাদের দাদামণি 5.7
সপ্তম – চিরদিনই তুমি যে আমার 5.6
অষ্টম – চিরসখা 5.4
নবম – লক্ষ্মী ঝাঁপি 5.2
দশম – তুই আমার হিরো 4.9

