লীনা গাঙ্গুলির হাত ধরেই স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে ফিরলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। বাস্তব জীবনের মতো এই ধারাবাহিকে একজন ভ্লগার সায়ক। মাঝে এক সাক্ষাৎকারে এসে অভিনেতা অভিযোগ জানিয়েছিলেন তিনি ভালো কাজ পাচ্ছেন না।
ফেসবুক, ইউটিউবে জনপ্রিয় ভ্লগার হওয়ায় ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না সায়ক। এক সাক্ষাৎকারে এসে এমনটাই জানিয়েছিলেন অভিনেতা। লীনা গাঙ্গুলির ধারাবাহিকে কাজ করার বহু বছর ইচ্ছা ছিল তার। বহু বছর ধরে তাকে ম্যাসেজে করেছেন সায়ক। অবশেষে সেই সুযোগ মিলেছে।
তবে এতদিন অভিনয় জগতের বাইরে থেকে অবসাদে ভুগছিলেন সায়ক? ইটিভি ভারতের সাক্ষাৎকারে সায়কে জানান, ‘হ্যাঁ ডিপ্রেশন তো আসেই । অনেক সময়েই ভাবি আমার জীবনে কেন একটা প্রেম নেই, ভেবেছি কেন কাজ নেই । এমনও ভেবেছি মরে যাব । আবার পরক্ষণেই ভেবেছি কেন মরব ? এত সুন্দর একটা জীবন পেয়েছি । আমার কাছে মা বাবা রয়েছে । একটা ফ্ল্যাট নিজের টাকায় কিনে লোনও শোধ করে দিয়েছি ৷ কেন মরব ? আমাকে লড়তে হবে । আজ কাজ হচ্ছে না মানে কাল হবে না তা নয় । ভাগ্য একদিন সঙ্গ দেবেই দেবে । আমি যদি নিজেকে সেদিন শেষ করে দিতাম এই সুযোগটা আসত’।
সুত্রঃ www . etvbharat . com