Sabujshree Prakalpa। সবুজশ্রী প্রকল্প এর সুবিধা কি

Sabujshree Prakalpa In Bengali

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এবং নবজাতক শিশুকে প্রতিরক্ষার জন্য একটি নতুন কৌশল শুরু করেছেন, যার নাম Sabujshree Prakalpa। সবুজশ্রী প্রকল্প। রাজ্য সরকার প্রতি নবজাতক শিশুর পরিবারকে একটি করে চারা গাছ উপহার দেওয়া সিধান্ত গ্রহণ করেছে। তবে এই সুবিধা সবার জন্য নয়। যাদের সন্তান স্বাস্থ্য কেন্দ্রে জন্মগ্রহণ করবে, শুধুমাত্র তাদের জন্যই এই সুবিধা।

Sabujshree Prakalpa In Bengali

Source

গণনা করে দেখা যায় প্রতি বছর রাজ্যে ১৫ লক্ষ সন্তানের জন্ম হয়। তাই এই প্রত্যেক পরিবার যদি একটি করে চারাগাছ পায় তাহলে ১৫ লক্ষ বৃক্ষ রোপণ করা সম্ভব। এই উদ্দেশ্যই ২০১৬ সালে এই Prakalpa এর সুচনা করা হয়েছিল।

আজকের এই নিবন্ধে Sabujshree  Prakalpa। সবুজশ্রী প্রকল্প এর সুবিধা আপনাদের জানাব এবং এর সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নেব।

আরও পড়ুন । আপনার জানা উচিত Kanyashree Prakalpa (কন্যাশ্রী প্রকল্প) এর সুবিধা 

সবুজশ্রী প্রকল্প কি

Source

সবুজশ্রী প্রকল্প কি What Is Sabujshree Prakalpa?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে ১৯ ডিসেম্বর Sabujshree  Prakalpa। সবুজশ্রী প্রকল্প চালু করেছিলেন। প্রতিটি শিশুকে জন্মগ্রহণের পর তাদের পরিবারের হাতে একটি গাছের চারা তুলে দেওয়া হবে । গাছটির নামকরণ হবে নবজাতক শিশুটির নামে। ছোট শিশুটির সঙ্গেই বেড়ে উঠবে গাছের চারাটি। শিশুর পরিবারকে গাছের চারাটিকে শিশুর মতো করে লালনপালন করতে হবে। শিশুটির সঙ্গে সঙ্গে চারা গাছটি বেড়ে উঠবে এবং পরবর্তীকালে শিশু বড় হয়ে গাছটি তার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। চাইলে সে আর্থিক কারণেও ব্যবহার করতে পারবে।

Sabujshree  Prakalpa। সবুজশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বহুমুখী পরিকল্পনা। এই প্রকল্পের হাত ধরে “সবুজ বাংলা” গড়ার মূল লক্ষ্য ছিল স্বয়ং মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন ।  যুবশ্রী প্রকল্প কি এবং কীভাবে করবেন আবেদনসবুজশ্রী প্রকল্পের উদ্দেশ্য

Source

সবুজশ্রী প্রকল্পের উদ্দেশ্য Objective Of The Sabujshree Prakalpa

  • বৃক্ষ রোপণের উদ্দেশ্যেই এই Prakalpa শুরু করা হয়।
  • শিশু সচেতনতা এবং পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে চালু করা হয় Sabujshree Prakalpa। সবুজশ্রী প্রকল্প।
  • এই Prakalpa এর মুখ্য উদ্দেশ্য ছিল “সবুজ বাংলা” গড়ে তোলা।
  • শিশু বড় হয়ে সরকার থেকে প্রাপ্ত গাছটি বিক্রি করে তার প্রয়োজনীয় আর্থিক অভাব মেটাতে পারবে। তাই ভবিষ্যতের আর্থিক সুরাহার ছিল এই Prakalpa এর উদ্দেশ্যে।
  • সবুজায়নের পাশাপাশি শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করাও এই Prakalpa এর উদ্দেশ্য।
  • শিশু বয়স থেকে গাছ লাগানোর শিক্ষা দেওয়া।

আরও পড়ুন ।  প্রধানমন্ত্রী আবাস যোজনা কীভাবে করবেন জেনে নিন

সবুজশ্রী প্রকল্পের সুবিধা

Source

সবুজশ্রী প্রকল্পের সুবিধা Benefits Of Sabujshree Prakalpa

সবুজশ্রী প্রকল্পের (Sabujshree Prakalpa) সুবিধাগুলি নীচে দেওয়া হল –

  • প্রত্যেক নবজাতক শিশু জন্মানোর পর বন দপ্তরের কাছ থেকে বিনামূল্যে একটি মূল্যবান গাছের চারা লাভ করবে।
  • চারা গাছটি নবজাতক শিশুর প্রত্যেক পরিবার পাবে।
  • বড় হওয়ার পর শিশু তার নিজের প্রয়োজন মতো গাছটি ব্যবহার করতে পারবে।
  • আর্থিক প্রয়োজনে সে গাছটি বিক্রি করে আর্থিক অভাব দূর করতে পারবে।
  • এই Prakalpa এর মাধ্যমে প্রতি বছর ১৫ লাখ বৃক্ষ রোপণ করা সম্ভব।
  • বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়বে।

আরও পড়ুন । রূপশ্রী প্রকল্প কি এবং কিভাবে আবেদন করবেন?

সবুজশ্রী প্রকল্পের জন্য যোগ্যতা

Source

সবুজশ্রী প্রকল্পের জন্য যোগ্যতা Eligibility Of Sabujshree Prakalpa

Sabujshree Prakalpa। সবুজশ্রী প্রকল্প এর জন্য আলাদা কোন যোগ্যতার প্রয়োজন নেই। রাজ্যের নবজাতক শিশুরা, যারা স্বাস্থ্য কেন্দ্রে জন্মগ্রহণ করবে তারা প্রত্যেকে এই Prakalpa এর সুবিধা লাভ করতে পারবে।

সবুজশ্রী প্রকল্পের জন্য যোগাযোগ

Source

সবুজশ্রী প্রকল্পের জন্য যোগাযোগ Contact For Sabujshree Prakalpa

নবজাতক শিশু পরিবারকে আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। নবজাতক শিশু হাসপাতাল থেকে ছাড়ার সময় বন দপ্তর থেকে তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে, তাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়।

আরও পড়ুন । Sabooj Sathi Prakalpa এর বিস্তারিত তথ্য

Key point

প্রকৃতি ও মানবশিশুদের মধ্যে অচ্ছেদ্য সম্পর্ক ও অনুভূতি গড়ে তোলার জন্যই এই প্রকল্প।

 

 

 

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ 

প্র: Sabujshree Prakalpa সুবিধা কি?

উঃ Sabujshree Prakalpa এর অধীনে newborn baby কে সরকারের তরফ থেকে একটি চারা গাছ দেওয়া হবে, শিশুটি বড় হলে এই গাছের মাধ্যমে তার আর্থিক প্রয়োজন মেটাতে পারবে।

প্রঃ সকল শিশুরাই কি রাজ্য সরকারের এই Prakalpa অধীনে চারা গাছ পাবে?

উঃ রাজ্যের নবজাতক শিশুরা, যারা স্বাস্থ্য কেন্দ্রে জন্মগ্রহণ করবে তারা প্রত্যেকে এই প্রকল্পের অধীনে চারা গাছ পাবে।

প্রঃ Sabujshree Prakalpa অধীনে চারা গাছ কখন পাওয়া যাবে?

উঃ নবজাতক শিশুটি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সময় চারা গাছটি পাবে।

প্রঃ Sabujshree Prakalpa এর জন্য Apply করব কীভাবে?

উঃ এই প্রকল্পের জন্য আলাদা করে Apply করার প্রয়োজন নেই। শিশুটি হাসপাতাল থেকে চলে আসার সময় বন দপ্তর থেকে শিশুর অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতেই তুলে দেবে চারা গাছটি।

প্রঃ এই গাছটি কি আর্থিক প্রয়োজনে ব্যবহার করা যাবে?

উঃ হ্যাঁ, শিশুটি বড় হয়ে চাইলে গাছটি বিক্রি করে তার আর্থিক প্রয়োজন মেটাতে পারবে।

1 Comment

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here