রাজ্যে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পশ্চিমবঙ্গ সরকার 2021 সালের জানুয়ারি মাসে একাধিক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন বছরেই রাজ্যে সরকারি চাকরি একাধিক পদে লোক নিয়োগ করা হবে। ২০২১ সালের জানুয়ারি মাসে রাজ্যে সরকারি চাকরি সর্বশেষ আপডেট জেনে নিন আজকের আর্টিকেল থেকে।
Table of Contents
১. রাজ্যে বিকাশ ভবনে নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বিজ্ঞান প্রযুক্তি এবং বায়ো টেকনোলোজি বিভাগে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে সল্টলেক বিকাশ ভবনে। ইন্টারভিউ হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
- Generation of Cadastral Database of West Bengal (জুনিয়র রিসার্চ ফেলো)
পদের নামঃ জুনিয়র রিসার্চ ফেলো (JRF)
মোট শূন্যপদঃ ২ টি (General-1 and SC-1)
শিক্ষাগত যোগ্যতাঃ অন্তত ৫৫ শতাংশ নাম্বার পেয়ে ভূতত্ত্ববিদ্যা/ পরিবেশ বিজ্ঞান / ভূগোল/রিমোট সেন্সি এবং GIS-এ মাস্টার ডিগ্রি পাশ। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদনের যোগ্য।
বয়সঃ ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ হিসাবে ৩০ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত শ্রেণীদের (SC/ST/OBC) ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতনঃ ১৮,৭০০/- মাসিক
আবেদনের শেষ তারিখঃ ৩ রা জানুয়ারি, ২০২১
- Generation of Cadastral Database of West Bengal (সিনিয়র রিসার্চ ফেলো)
পদের নামঃ সিনিয়র রিসার্চ ফেলো (SRF)
মোট শূন্যপদঃ 13 টি [General – 6, SC – 3, ST – 1, OBC (A) – 2, OBC (B) -1]
শিক্ষাগত যোগ্যতাঃ অন্তত ৫৫ শতাংশ নাম্বার (SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে ৫০) পেয়ে ভূতত্ত্ববিদ্যা/ পরিবেশ বিজ্ঞান / ভূগোল/রিমোট সেন্সি এবং GIS-এ মাস্টার ডিগ্রি পাশ। পাশাপাশি RS এবং GIS ব্যবহারের ২ বছরের অভিজ্ঞতা।
বয়সঃ ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ হিসাবে ৩৫ বছরের মধ্যে।
বেতনঃ ২১,০০০/- মাসিক
আবেদনের শেষ তারিখঃ ৩ রা জানুয়ারি, ২০২১
আবেদন পদ্ধতিঃ ৩ রা জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে অনলাইনে। www.wb.gov.in অথবা www.wb.gov.in ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে [email protected] ইমেলে পাঠাতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে অনলাইনে। ইন্টারভিউ নেওয়ার আগে বিস্তারিত ইমেল করে জানানো হবে প্রার্থীদের কাছে।
২. স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তিঃ
পশ্চিমবঙ্গ রাজ্যে সহ বেশ কিছু রাজ্যে কেন্দ্রীয় সরকার Staff Selection Commission গ্রুপ বি ও সি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ৬৫০৬ টি।
পদের নামঃ GROUP ‘B’ AND GROUP ‘C’ POST IN DIFFERENT MINISTRIES/ DEPARTMENT
- Assistant Audit Officer
- Assistant Section Officer
- Assistant Accounts Officer
- Assistant
- Assistant Enforcement Officer
- Inspector of Income Tax
- Inspector
- Sub Inspector
- Inspector
- Superintendent
- Divisional Accountant
- Junior Statistical Officer
- Auditor
- Accountant
- Secretariat Assistant
- Upper Division Clerk
- Tax Assistant
মোট শূন্যপদঃ ৬৫০৬
শিক্ষাগত যোগ্যতাঃ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাকাউন্টস অফিসারের জন্য কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রী।
জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের জন্য কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রী (অন্তত দ্বাদশ শ্রেণী স্তরে অঙ্কে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
অন্যান্য পদের জন্য কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
বয়সঃ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। SC/ST/OBC দের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতনঃ প্রতি মাসে ২৫৫০০ টাকা থেকে ১৫১১০০ টাকা।
আবেদনের শেষ তারিখঃ ৩১ শে জানুয়ারি, ২০২১
আবেদন ফিঃ ১০০ টাকা আবেদন ফি। ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা ডাউনলোড করা চালানে SBI- এর যেকোনো শাখার মাধ্যমে ফি জমা করা যাবে।
আবেদন পদ্ধতিঃ https://ssc.nic.in/ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন চলবে ৩১ শে জানুয়ারি, ২০২১ বিকেল ৫ টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি লিংক: Click here
৩.ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তিঃ
রাজ্যে সরকারি চাকরি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ২০২১ এগজিকিউটিভ-সহ অন্যান্য পরীক্ষার জন্য আবেদন শুরু হয়েছে ২৪ শে ডিসেম্বর থেকে।যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নামঃ গ্রুপ এ, বি, সি ও ডি
মোট শূন্যপদঃ
Group A |
|
Group B |
|
Group C |
|
Group D |
|
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই বাংলাতে পড়ার, লেখার এবং কথা বলার দক্ষতার সাথে স্নাতক ডিগ্রি থাকতে হবে। (নেপালি ভাষীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়)
ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের (গ্রুপ বি) ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ১.৬৫ মিটার ও মহিলা প্রার্থীদের ১.৫০ মিটার হতে হবে।
বয়সঃ গ্রুপ ‘এ’ ও ‘সি’-র ক্ষেত্রে বয়স ২১-৩৬-এর মধ্যে। গ্রুপ ‘বি’-এর ক্ষেত্রে ২০-৩৬ বছরের মধ্যে এবং গ্রুপ ‘ডি’-র জন্য বয়স ২১-৩৯ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের তফশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনঃ
Group A |
পে ব্যান্ড ফোর এ অনুযায়ী ১৫,৬০০–৪২,০০০ টাকা, গ্রেড পে ৫,৪০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা দেওয়া হবে। |
Group B |
পে ব্যান্ড ফোর ‘এ‘ অনুযায়ী ১৫,৬০০–৪২,০০০ টাকা, গ্রেড পে ৫,৪০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা যোগ হবে। |
Group C |
পে ব্যান্ড ফোর অনুযায়ী ৯,০০০–৪০,৫০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা। |
Group D |
পে ব্যান্ড থ্রি অনুযায়ী ৭,১০০–৩৭,৬০০ টাকা, গ্রেড পে ৩,৯০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা দেওয়া হবে। |
আবেদন ফিঃ ২১০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। তফশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ছাড়।
আবেদনের শেষ তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২১
আবেদনের পদ্ধতিঃ
http://www.pscwbapplication.in বা http://www.pscwbonline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার আগে ‘ওয়ান টাইম এনরোলমেন্ট’ স্কিমে নাম নথিভুক্ত করতে হবে ওয়েবসাইটে।
৪. আর্মি, এয়ারফোর্স ও নেভিতে চাকরির বিজ্ঞপ্তিঃ
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি এগজামিনেশনের মাধ্যমে আর্মি, এয়ারফোর্স ও নেভিতে প্রচুর অবিবাহিত ছেলে নিয়োগ করা হবে। শুরুতে ট্রেনিং দিয়ে ৪ বছরের বিটেক কোর্স করিয়ে অফিসার হিসাবে নিয়োগ করা হবে।
পদের নামঃ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ন্যাভাল অ্যাকাডেমি।
মোট শূন্যপদঃ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (৩৭০ (আর্মি ২০৮, নেভি ৪২ এবং এয়ারফোর্স ১২০), ন্যাভাল অ্যাকাডেমি (৩০)
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক
বয়সঃ ২ রা জুলাই ২০০২ থেকে ১ জুলাই ২০০৫ এর মধ্যে হতে হবে।
আবেদনের শেষ তারিখঃ ১৯ শে জানুয়ারি
আবেদন ফিঃ ১০০ টাকা। SBI-এর যেকোনো শাখায় নগদ জমা দেওয়া যাবে।
আবেদন পদ্ধতিঃ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in/
৫. দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন হেল্পার নিয়োগ বিজ্ঞপ্তিঃ
দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন হেল্পার পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি, ২০২১।
পদের নামঃ হেল্পার (গ্রুপ ডি)
স্থানঃ দুর্গাপুর
মোট শূন্যপদঃ ১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাশ
বয়সঃ ১-০১-২০২০ হিসাবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।
বেতনঃ ১৭,০০০ – ৪৩,৬০০/- (মাসিক)
আবেদনের শেষ তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২১
আবেদন পদ্ধতিঃ www.durgapurmunicipalcorporation.org ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৬. দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন ইলেক্ট্রিশিয়ান হেল্পার নিয়োগঃ
দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন ২০২১ সালে ইলেক্ট্রিশিয়ান হেল্পার নিয়োগ পদে বিজ্ঞপ্তি জারি করেছে।
পদের নামঃ ইলেক্ট্রিশিয়ান হেল্পার
স্থানঃ দুর্গাপুর
মোট শূন্যপদঃ ১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাশ (অভিজ্ঞ ব্যক্তি)
বয়সঃ ১-০১-২০২০ হিসাবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।
বেতনঃ ১৭,০০০ – ৪৩,৬০০/- মাসিক
আবেদনের শেষ তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২১
আবেদন পদ্ধতিঃ www.durgapurmunicipalcorporation.org ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৭. দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন সুইপার পদে নিয়োগঃ
পদের নামঃ সুইপার
স্থানঃ দুর্গাপুর
মোট শূন্যপদঃ ৩০
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাশ (অভিজ্ঞ ব্যক্তি)
বয়সঃ ১-০১-২০২০ হিসাবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।
বেতনঃ ১৭,০০০ – ৪৩,৬০০/- মাসিক
আবেদনের শেষ তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২১
আবেদন পদ্ধতিঃ www.durgapurmunicipalcorporation.org ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন।