সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি মেখলা বসু, নৃত্যশিল্পী হলেও পাশাপাশি অভিনয়ও করেছেন মেখলা। দীর্ঘ দিন মুম্বাইতে কাজ করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে মেখলার প্রথম হিন্দি ওয়েব সিরিজ় ‘হোয়্যাক গার্লস’।
এর আগে প্রায় চার বছর আগে মেখলা অভিনীত ছবি ‘ইয়ে ব্যালে’মুক্তি পায়। তবে দ্বিতীয় কাজের সুযোগ পেতে এতটা সময় লাগল কেন? এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে তার সফরের কাহিনী শোনালেন অভিনেত্রী।
মেখলার কথায়, ‘সেই ভাবে কোনও অডিশনে সফল হইনি। অতিমারির পর নিজের কাজের ব্যস্ততাও ছিল। তার পর এই সিরিজ়টার শুটিংও শুরু হয়ে যায়। শুরুর দিকে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী না হলেও মুম্বইয়ে ব্যারি জনের কাছে অভিনয় শেখার পর মনোবল পেয়েছি।’
সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি হওয়া সত্ত্বেও টলিপাড়ায় কোন সুযোগই পাননি বলেই জানিয়েছেন মেখলা। বরং টলিপাড়ার পরিবর্তে কলকাতার নৃত্যজগতের সাথেই বেশি যুক্ত থেকেছেন মেখলা। কলকাতায় সুযোগ না থাকলেও মুম্বই কাউকে ফিরিয়ে দেয় না বলেই মনে করে সে। এই প্রসঙ্গে মেখলা আরও জানান, ‘ভাগ্যের পাশাপাশি চেষ্টাও চালিয়ে যেতে হবে। ধৈর্য ধরতে হবে। চটজলদি সাফল্য আসে না।’
কেরিয়ার গড়তে দাদুর কাছ থেকে কোন টিপস পেয়েছিলেন কি তিনি? মেখলার কথায়, ‘দাদু হিসাবে উনি ছিলেন সেরার সেরা। দাদু এটাই বলতেন যে মন যেটা চায়, সেটাই যেন করি। ছোট থেকে আমি এই পরামর্শই মেনে চলেছি। আজকে হয়তো তারই ফল পাচ্ছি।’