‘সাংঘাতিক অফার শুনে ছবিতে অভিনয় করার ইচ্ছেটাই চলে গিয়েছিল’, বললেন ‘পটল কুমার গানওয়ালা’ খ্যাত ত্রমিলা ভট্টাচার্য

অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য

অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য ছোটপর্দার জনপ্রিয় মুখ। ডিডি বাংলার ‘সীমারেখা’ ধারাবাহিকের হাত ধরে আত্মপ্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। এই মুহূর্তে ‘মৌ এর বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। একসময় ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন অভিনেত্রী।

জয় কালী কলকাতা ওয়ালী, ময়ূরপঙ্খী, মোমপালক, জিয়ন কাঠি-র  মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন ত্রমিলা ভট্টাচার্য। তার ক্যারিয়ার জীবনে সবচেয়ে জনপ্রিয় ছিল ‘একক দশক শতক’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘প্রতিক্ষা ভালোবাসা’ সহ একাধিক কিছু টিভি শো। যেগুলি ছোটপর্দায় রেকর্ড ভেঙ্গে দিয়েছিল।

অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য

অভিনেত্রীর পাশাপাশি  ত্রমিলা একজন প্রশিক্ষিত ওড়িশি নৃত্যশিল্পী। ইন্ডাস্ট্রিতে আসার আগে কখনো অভিনয় করার প্ল্যান ছিল না। কিন্তু আচমকা বাবা মারা যাওয়ার পর সব যেন বদলে গিয়েছিল অভিনেত্রীর জীবনে। তারপর কাকা অর্জুন ভট্টাচার্য হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ। দু-তিনটে শুট দেওয়া পরই সিরিয়ালে একাধিক সুযোগ।
একসময় যিশু সেনগুপ্তের সঙ্গে কাজ, কিন্তু বড়পর্দায় সেভাবে আর পাওয়া গেল না অভিনেত্রীকে।  এই প্রসঙ্গেই tv9bangla এক সাক্ষাৎকারে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে। ত্রমিলা ভট্টাচার্য জানান, “এখনকার দিনে প্রোডাকশন থেকে ক্যামেরা মেয়েরা সামলাচ্ছে। কিন্তু তখনকার দিন আলাদা ছিল। বেশি পুরুষতান্ত্রিক ছিল। প্রচুর ভালো অফার পেয়েছি। কিন্তু এত সাংঘাতিক অফার শুনেছি যে ছবি করার ইচ্ছেটা চলে গিয়েছিল। অফারগুলি নেওয়ার মতো মানসিকতা ছিল না। এখনকার ছবির গল্প তখনকার থেকে অনেক ফারাক। তবে সিরিয়াল মেয়েদের জন্য নিরাপদ ছিল”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here