“প্রযোজকের স্ত্রী বলেই ধারাবাহিকে বেশি সুযোগসুবিধা পায়…”, নেটিজেনদের কটাক্ষে মুখ খুললেন ‘জগদ্ধাত্রী’র ‘কৌশিকী মুখার্জি’ ওরফে রূপসা

রূপসা চক্রবর্তী

তিন বছর ধরে টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেও নাকি খুব শীঘ্রই শেষ হচ্ছে ‘জগদ্ধাত্রী’। এমনটাই স্টুডিয়োপাড়ার অন্দরের গুঞ্জন। এই ধারাবাহিকেই কৌশিকী মুখার্জির চরিত্রে অভিনয় করছেন রূপসা চক্রবর্তী। যিনি এই ধারাবাহিকেরই প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী।

যার জন্য অভিনয়ের পাশাপাশি প্রোডাকশনের অনেকটা অংশই তাঁর তত্ত্বাবধানে রাখতে হয়। তবে অভিনেত্রীকে নিয়ে অন্দরের ফিসফাস, স্বামীর প্রযোজনা সংস্থায় কাজ করায় অনেক কিছু সুযোগ সুবিধা পান রূপসা।

যদিও এই বিষয়ে সহমত জানিয়ে রূপসা বলেন, “হ্যাঁ, নিজের প্রোডাকশনে অনেকটাই তো সুবিধা হয়। হয়তো সিন্‌ আসতে দেরি হচ্ছে। স্নেহাশিসকে ফোনে বলি তাড়াতাড়ি পাঠাও। শুধু আমার সুবিধা হয় তা নয়, যাঁরা কাজ করছে তাঁদেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয়।” ‘জগদ্ধাত্রী’ ছাড়াও স্বামী স্নেহাশিসের ‘ব্লুজ প্রোডাকশনের’-এর বাকি কাজগুলোর দায়িত্বও সামলান রুপসা।

ধারাবাহিক শেষ হওয়া প্রসঙ্গে রূপসা বলেন, “এখন এত দিন টানা প্রায় কোনও ধারাবাহিকই সম্প্রচারিত হয় না। ফলে অনেকেই ধরে নিয়েছে এ বার এই মেগা বন্ধ হবে। দুর্গার বিয়েই হয়তো শেষ গল্প। কিন্তু এত তাড়াতাড়ি শেষ হবে না। সবটাই অবশ্য স্নেহাশিসের কলমের ব্যাপার।”